সাংবাদিক অপহরণ চেষ্টার অভিযোগে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব

সাংবাদিক অপহরণ চেষ্টার অভিযোগে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

নাজমুল হুদা, সাভার :

সাভারে গণমাধ্যমকর্মীকে মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব ও তার অনুসারীদের বিরুদ্ধে। সংবাদ প্রকাশের জেরে বেসরকারি একটি টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সিজেলকে মারধর ও অপহরণের চেষ্টা করেছেন তারা।  

এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা চেয়ারম্যানসহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নিজেই। পরে মামলার পরিপ্রেক্ষিতে সাভার পৌর আওয়ামী লীগ নেতা মহসিন বাবুকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরের পর সাভারের পৌর এলাকা ভাটপাড়া মহল্লায় আশরাফ সিজেলের বাসার সামনে থেকে তার ওপর হামলা ও অপহরণের চেষ্টা করা হয়।  

অভিযুক্তরা হলেন- সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ, সাভার পৌর আওয়ামী লীগ নেতা মহসিন বাবু, স্থানীয় সাংবাদিক রওশন আলী। এ ছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

সাংবাদিক অপহরণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, মামলার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে অভিযোগে উল্লিখিত মহসিন বাবুকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে ৩দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।  

অভিযোগে বলা হয় ‘আমিনবাজার ইউনিয়ন পরিষদ অফিস ঝুঁকিপূর্ণ হওয়ার ৫ মাসেও সতর্ক হননি চেয়ারম্যান, খাসজমি দখল করে স্থাপনা নির্মাণ’ শীর্ষক শিরোনামে রোববার টেলিভিশনে একটি সংবাদ প্রকাশিত হলে ক্ষুব্ধ হন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব ও আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিব আহম্মেদ। তাদের নির্দেশে মহসিন বাবুসহ অজ্ঞাতনামা ৮-১০ জন রোববার দুপুরে সাভারের পৌর এলাকা ভাটপাড়া মহল্লায় আশরাফ সিজেলের বাসার সামনে অবস্থান নিয়ে তার ওপর হামলা চালিয়ে অপহরণের চেষ্টা করা হয় পরে ৯৯৯-এর সহযোগিতায় অপহরণ থেকে রক্ষা পান এই গণমাধ্যমকর্মী।  

আশরাফ সিজেল বলেন, প্রতিবেদন প্রকাশের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান রাকিব আহম্মেদ ক্ষুব্ধ হন। পরে তাদের নির্দেশে একদল সন্ত্রাসী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে মারধর করে এবং বাসার সমনে থেকে অপহরণের চেষ্টা করে। পরে আমি দৌড়ে গিয়ে প্রাণ বাঁচাই।  

অভিযোগের বিষয় জানতে চাইলে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এখন শুনি আমার নামেও থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে সাংবাদিকের ওপর কেউ হামলা করে থাকলে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা উচিত। আর আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ দিয়েছে।  

আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিব আহমেদ বলেন, যে রিপোর্টটি করা হয়েছে, সেটি তো আমার জন্য ইতিবাচক। আমরাও চাই, ভবনটি সংস্কার করা হোক। সে কেন আমার নামে অভিযোগ এনেছে, সেটি আমার বোধগম্য নয়।  

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আশরাফ সিজেল বিকেল ৫টার দিকে আমাদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার হাঁটুর ওপরের অংশে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

news24bd.tv/কামরুল