ইভিএমে ভোট নিয়ে সংশয় ইসির

নির্বাচন কমিশনার মো. আলমগীর (ফাইল ছবি)

ইভিএমে ভোট নিয়ে সংশয় ইসির

অনলাইন ডেস্ক

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার বিষয়ে সংশয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ সংশয়ের কথা জানান তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘ইভিএম প্রকল্প এখনও অনুমোদন হয়নি। এ জন্যই দেড়শ আসনে ইভিএমে ভোট গ্রহণ নিয়ে সংশয় রয়েছে।

আগামী কমিশন সভায় এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

এদিকে, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় ওইসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বাজেটের জন্য এই নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপন করবে না নির্বাচন কমিশন।

বিষয়টি নিয়ে মো. আলমগীর বলেন, ‘প্রয়োজনীয় বাজেট না থাকায় সংসদীয় আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরা স্থাপন করা যাচ্ছে না।

আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের লক্ষ্য নিয়ে ‘নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক নতুন (দ্বিতীয়) প্রকল্প হাতে নিয়েছে ইসি। এ প্রকল্প বাস্তবায়নে বাজেট ধরা হয়েছে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা। আগামী একনেক সভায় পরিকল্পনাটি তোলা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

news24bd.tv/মামুন