ইসরায়েলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

ফাইল ছবি

ইসরায়েলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা এবং ১০ জনকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি সেনারা বারবার সহিংস আচরণ করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। এজন্য বাংলাদেশ চরম উদ্বিগ্ন।

ফিলিস্তিনের ইস্যু সমাধানের জন্য উভয়পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অবৈধ অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন। এ ছাড়া অবকাঠামোগত ধ্বংসযজ্ঞও চালানো হয়েছে।

এক বিবৃতিতে এসব তথ্য জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

news24bd.tv/মামুন