নর্দমা থেকে পাঁচটি স্বর্ণের টুকরো উদ্ধার, পাচারকারী আটক

নর্দমা থেকে পাঁচটি স্বর্ণের টুকরো উদ্ধার, পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ দেখে নর্দমায় ছুড়ে ফেলা পাঁচটি স্বর্ণের টুকরো উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। এসময় হৃদয় হোসেন (১৯) নামে এক পাচারকারীকে আটক করা হয়।

রোববার দুপুর ১২টার দিকে দর্শনা শহরের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে হৃদয়কে আটক করা হয়। আটক হৃদয় হোসেন দর্শনার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও দর্শনা থানা পুলিশের একটি দল দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করলে পুলিশ দেখে চালক পকেটে থাকা কাগজে মোড়ানো স্বর্ণের বারগুলো পাশের নর্দমায় ফেলে দেয়।

পুলিশ তাকে আটক করে নর্দমা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। এসময় কাগজে মোড়ানো অবস্থায় একটি প্যাকেটের ভেতর থেকে পাঁচটি স্বর্ণের টুকরো পাওয়া যায়।

যার ওজন ২৫ ভরি ২ রতি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, চোরাকারবারিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

news24bd.tv/FA