চাঁপাইনবাবগঞ্জে নৌকার ৩টি নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে নৌকার ৩টি নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে পৌর এলাকার ৩টি স্থানে অস্থায়ীভাবে নির্মিত নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নাখরাজপাড়া, ১৩ নং ওয়ার্ডের  উদয় সংঘের মোড় ও ১৫ নং ওয়ার্ডের মিস্ত্রীপাড়ায় নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাংচুর করে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতের কোন এক সময় কে বা কারা এ ঘটনা থাকিয়ে থাকতে পারে বলে জানান জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, স্ব স্ব অস্থায়ী নির্বাচনী প্রচার কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা আজ রোববার সকালে এসে কাপড়গুলো পুড়িয়ে থাকা এবং পোস্টারগুলো ছিঁড়ে ফেলা অবস্থায় দেখতে পান।

নির্বাচন অফিসারকে এ বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়া থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

সদর মেডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান,  এখনো এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

news24bd.tv/কামরুল