শিলাবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

প্রতীকী ছবি

শিলাবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক

শিলাবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন শিলাবৃষ্টিসহ ঝড় হতে পারে। একই সঙ্গে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে।

এ ছাড়া এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আজিজুর রহমান আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

জানুয়ারিতে সবচেয়ে কম ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

news24bd.tv/কামরুল