রাতে ফেসবুক বন্ধ চান রওশন এরশাদ

সংসদে রওশন এরশাদ

রাতে ফেসবুক বন্ধ চান রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে রাত ১১টার পর ফেসবুক বন্ধ রাখার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

আজ (২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) রাতে সংসদের ২২তম অধিবেশনের সমাপনী ভাষণে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহারের কুফল তুলে ধরতে গিয়ে এই পরামর্শ দেন তিনি।

জাতীয় পার্টির নেত্রী রওশন বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই ফেসবুক নেই। চীনে নেই, সৌদি আরবে নেই।

স্মার্টফোন আর ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহার করছে আমাদের ছেলে-মেয়েরা। এরা রাতে ঘুমায় না, জেগে জেগে ফেসবুক দেখে। তারা এটাতে আসক্ত হয়ে গেছে। এটা একটা সময় সীমার মধ্যে আনা গেলে ভালো হয়।

তিনি আরও বলেন, ‘১১টার পরে ফেসবুক বন্ধ করতে পারলে শিক্ষার্থীদের পড়াশোনায় মন থাকবে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে। ’

রওশন এরশাদ বলেন, ‘শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া আর কোকেন তুলে দেওয়া একই। ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘সোনার বাংলাদেশ’ গড়তে চাইলে ছেলে-মেয়েদের রক্ষা করতে হবে। উপায় খুঁজতে হবে। ’

বর্তমান ১০ম জাতীয় সংসদকে অত্যন্ত সফল বলে আখ্যায়িত করে রওশন এরশাদ বলেন, ‘গত ২০ বছর ধরে সংসদে আছি। এবারের মতো সফল আলোচনামুখর পার্লামেন্ট আগে কখনও দেখিনি। সরকারি ও বিরোধী দল বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। সুষ্ঠুভাবে সংসদ চালাতে সাহায্য সহযোগিতা করেছি। আইন পাসের সময় আমাদের বিরোধী দলের অনেক সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ’

তিনি বলেন, ‘তরুণ সমাজ ভবিষ্যতে যেন দেশের দায়িত্ব নিতে পারে, সেভাবে গড়ে তুলতে হবে। আমাদের ১০ কোটি ৯১ লাখ কর্মক্ষম লোকের মধ্যে ৬ কোটি ৮০ লাখ কর্মে নিয়োজিত। বাকিরা বেকার। এই বেকার তরুণদের কর্মে সম্পৃক্ত করতে না পারলে ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব নয়। ’

 

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর