জাপানে শেখ হাসিনার অনুষ্ঠানস্থলের কাছেই ছিল ‘বিএনপি’: ইতো নাওকি

ফাইল ছবি

জাপানে শেখ হাসিনার অনুষ্ঠানস্থলের কাছেই ছিল ‘বিএনপি’: ইতো নাওকি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে আজ শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। এদিকে তার জাপান সফরকালে বিএনপির দেখা মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি।

টোকিও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানি কোম্পানিগুলোর জন্য ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন  বলে জানিয়েছেন বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি।  

তিনি তার ফেসবুক পোস্টে আরও লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাপানের সঙ্গে একটি ইপিএ (অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি) সম্পাদনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আমি (জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি )দেখলাম বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানস্থলের কাছাকাছি ছিল।

মূলত এটা ছিল ব্লু নোট প্লেস। ব্লু নোট প্লেস ভবনের একটি ছবিও পোস্ট করেন তিনি।

news24bd.tv/আলী