সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: আব্বাস

সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: আব্বাস

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবিতে বুধবার (১৭ মে) নগরীর দক্ষিণে বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা আয়োজন করে বিএনপি। এর আগে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন বিএনপির বিভিন্ন সারির নেতারা। সেখানে প্রাধান অতিথির বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি অভিযোগ করেন, সরকার আবারও একতরফাভাবে ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।

নগরীর অন্যপ্রান্তে একই সময়ে পদযাত্রা করে মহানগর উত্তর বিএনপি। সেখানেও অংশ নেন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে রামপুরা পর্যন্ত গড়ায় এই পদযাত্রা।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, কূটনীতিকদের প্রটোকলের বাড়তি পুলিশ প্রত্যাহার করে সরকার ভুল করেছে।

আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে রাজধানীসহ সারা দেশে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এছাড়াও আগামী ২৩ মে আবারও পদযাত্রা করার কথা রয়েছে দলটির।

news24bd.tv/তৌহিদ