তিলাওয়াত করে দেশ-বিদেশের আলেমদের মুগ্ধ করলো তাকরীম

তিলাওয়াত করে দেশ-বিদেশের আলেমদের মুগ্ধ করলো তাকরীম

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা হাফেজ সালেহ আহমদ তাকরীমের মধুর তিলাওয়াতে মুগ্ধ হলেন দেশের আলেম-উলামারা।

শনিবার (২০ মে) সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ (নবরাত্রি)-এ অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইসলামিক কনফারেন্সে অংশ নিয়ে মধুর কণ্ঠের তিলাওয়াত শোনায় তাকরীম। এই আয়োজনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের হাজারো আলেম-উলামারা।

এদিন সন্ধ্যায় জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

আয়োজনের সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সায়্যিদ মুফতি আফফান মানসুরপুরী। বিশেষ অতিথি হিসেবে আছেন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি রুহুল আমীন।

এ ছাড়াও আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি শায়খ ড. আহমাদ নাইনাসহ দেশ-বিদেশের দুই হাজারেরও বেশি আলেম।