বিএসএমএমইউর চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষাসহ সার্বিক কার্যক্রম শিগগিরই বিকেন্দ্রীকরণ করা হবে

বিএসএমএমইউর চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষাসহ সার্বিক কার্যক্রম শিগগিরই বিকেন্দ্রীকরণ করা হবে

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেবা বিকেন্দ্রীকরণ কেন্দ্র এর উদ্যোগে চিকিৎসকদের পেশাগত নৈতিকতা বিষয়ক এক সেমিনার আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান এমপি।

সেমিনারে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষাসহ সেবা কার্যক্রম যতটা সম্ভব বিকেন্দ্রীকরণ করা সম্ভব এবং তা করা হবে।

বিকেন্দ্রীকরণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরীর প্রবেশ দ্বার যেমন- সাভার, কেরাণীগঞ্জ, জাজিরা, যাত্রাবাড়িসহ বিভিন্ন স্থানে প্রথমে ছয় থেকে সাতটি সেবা বিকেন্দ্রীকরণ কেন্দ্র চালু করা হবে। ইতোমধ্যে এসব কেন্দ্র চালুর কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসন সেবা কার্যক্রম সম্প্রসারণ, গতিশীল ও আধুনিকায়ন করা হচ্ছে। এর ফলে দেশের প্রত্যন্ত দুর্গম অঞ্চলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

news24bd.tvতৌহিদ