বেরোবির ৪ শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

বেরোবির ৪ শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কুড়িগ্রাম-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আধা ঘণ্টাব্যাপী এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১নম্বর ফটকের সামনে এ অবরোধ করা হয়।

পরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আল আমিন ও ফয়সালসহ ৪ শিক্ষার্থীর সঙ্গে নগরীর মডার্ণ মোড়ে এক লেগুনা চালকের বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় লেগুনা স্ট্যাণ্ডের শ্রমিকরা ৪ শিক্ষার্থীকে মারধর করে। তাদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।

পুলিশের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে।

news24bd.tvতৌহিদ