শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে রায় কেন অবৈধ নয় : হাইকোর্ট

সংগৃহীত ছবি

শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে রায় কেন অবৈধ নয় : হাইকোর্ট

ড. ইউনূসের বিরুদ্ধে ১০৬ শ্রমিকের করা শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের মামলার রায় কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। সেই সাথে রায়ের কার্যক্রমের উপর ৬ মাসের জন্য স্থিতাবস্থা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গেল ৩রা এপ্রিল গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ১০৬ শ্রমিকের করা মামলার প্রেক্ষিতে তাদেরকে ২০০৬-২০১৩ সাল পর্যন্ত মোট‌ লাভের ৫% লভ্যাংশ দেয়ার আদেশ দিয়ে রায় দেয় শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট। এদিন গ্রামীণ কল্যাণের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, গ্রামীণ কল্যাণের সাথে শ্রমিকদের লিখিত চুক্তি হয়নি তাই এই রায়ের আইনগত ভিত্তি নেই। পরে আদালত গ্রামীণ কল্যাণের পক্ষে রুল দেয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক