মাহবুব রেজা চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন

মাহবুব রেজা চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক

নিউইয়র্ক প্রবাসী লেখক মাহমুদ রেজা চৌধুরীর 'ইছামতি থেকে ইস্ট রিভার' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি কামাল চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী, স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম ও  স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রুপা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব মোকাম্মেল হক।

অনুষ্ঠানের প্রধান আলোচক কবি কামাল চৌধুরী বলেন, বইটির লেখক মাহমুদ রেজা চৌধুরীর দেশের প্রতি যে মমত্ববোধ ও সংবেদনশীলতা এই বইয়ে সেটি ভালোভাবে প্রকাশ পেয়েছে। লেখক তার বর্তমান সময়টা যেভাবে দেখেন সেটা তুলে ধরেছেন। এই বই পড়ে পাঠকরা বর্তমান সমাজ সম্পর্কে ধারণা পাবেন।

লেখক মাহমুদ রেজা চৌধুরী তার বক্তব্যে বলেন, বইয়ের গল্পগুলো একেবারে খুব কাছ থেকে দেখা।

নিউইয়র্কে যেসব বাঙালি থাকেন তাদের দেখে সুখী সুখী মনে হলেও আসলে তারা দুঃখী। খুব কাছ থেকে দেখা গল্পগুলো বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি।

স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম বলেন, এনআরবি স্কলার্স পাবলিশার্স যাত্রা শুরু করেছে প্রবাসী বাঙালি লেখকদের বই প্রকাশের লক্ষ্য নিয়ে। ইতিমধ্যে আমরা ১৮০টি বই প্রকাশ করেছি। যার মধ্যে ৮০ শতাংশ বই প্রবাসী বাঙালি লেখকদের। এর মধ্যে অনেক বই পাঠকপ্রিয় হয়েছে।

দীর্ঘ তিন যুগ ধরে লিখছেন মাহমুদ রেজা চৌধুরী। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯টি। তার লেখার মূল প্রতিপাদ্য হচ্ছে সমাজ, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম ও মানুষের মনস্তাত্ত্বিক আচার আচরণের বিশ্লেষণ।

news24bd.tvতৌহিদ