পদ্মায় গোসল করতে নেমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ

পদ্মায় গোসল করতে নেমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ

অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জের মাওয়া-সংলগ্ন পদ্মা নদীতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তারা রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার (২ জুন) দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চর থেকে নদীতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন নুরুল হক নাফিউ (২৪) ও সব্যসাচী সৌম্য দাশ (২৯)।

নাফিউ রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে ও সব্যসাচী তেজগাঁও এলাকার সরোজ দাশের ছেলে।

নৌ পুলিশ সূত্র জানায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাঁচ বন্ধু মাওয়া এলাকায় ঘুরতে আসেন। পরে দুপুর ১২টার দিকে তারা একটি স্পিডবোটযোগে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চরে গিয়ে নদীতে গোসল করতে নামেন। এ সময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন নাফিউ ও সব্যসাচী।

তবে বাকি তিনজন অক্ষত আছেন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল মতিন গণমাধ্যমকে বলেন, আমরা উদ্ধার অভিযান নেমেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা দিয়েছে। তারা এসে উদ্ধার অভিযানে অংশ নেবেন।

news24bd.tv/কেআই