জাপার নির্বাচন পরিকল্পনা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

জিএম কাদের ও পিটার হাস

জাপার নির্বাচন পরিকল্পনা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। রোববার (৪ জুন) দুপুর ৩টার দিকে গুলশানে পিটার হাসের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জিএম কাদেরের সঙ্গে ছিলেন তার বিশেষ দূত মাসরুর মওলা।  

এ প্রসঙ্গে মন্তব্য জানতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে একাধিক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

 

জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা গণমাধ্যমকে বলেন, ‌‌‘এটি নরমাল একটি মিটিং ছিল। তিনি আমাদের ডেকেছেন, আমরা গিয়েছিলাম। সাক্ষাতে নরমাল কথাবার্তা হয়েছে। ’

নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মাসরুর মওলা বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে তো আলোচনা হয়েছে।

তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন আমরা (জাতীয় পার্টি) এককভাবে নির্বাচন করব নাকি জোটবদ্ধভাবে করব। আমরা আমাদের বিষয়টি তাকে জানিয়েছি। ’

news24bd.tv/আইএএম