দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অ্যাকুয়াকালচার সি'ফুড শো

ফাইল ছবি

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অ্যাকুয়াকালচার সি'ফুড শো

নিজস্ব প্রতিবেদক

পণ্যের বহুমুখীকরণে সরকার মৎস্যখাতকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে এক সভায় মন্ত্রী জানান, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাকুয়াকালচার সি'ফুড শো-২০২৩। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ১৯-২১ অক্টোবরে অনুষ্ঠিত হবে এ শো।

সভায় বক্তারা বলেন, এ শিল্পের সাথে সংশ্লিষ্ট দেশ-বিদেশি কোম্পানি, সিফুড প্রসেসর, রপ্তানিকারক, গবেষক এবং শিক্ষাবিদ সরকারি সংস্থা, নীতি নির্ধারক, উৎপাদক এবং আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাগণ শোতে অংশ নেবেন।

সলিডারিডাড বাংলাদেশের সামুদ্রিক খাদ্য শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

news24bd.tv/FA