দেশে বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেই

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান -ফাইল ছবি

দেশে বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেই। এমন অবস্থায় বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিরও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শনিবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে ভূমিকম্প নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

এসময় বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র করতে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বড় ধরনের ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি এড়াতে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের সঙ্গে সংযুক্ত প্রশস্ত রাস্তা এবং উন্মুক্ত স্থান রাখা জরুরি।

news24bd.tv/FA