নোবেল শান্তি পুরস্কার পেলেন নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজি

নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজি

নোবেল শান্তি পুরস্কার পেলেন নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুদ্ধ ক্ষেত্রে নারীর প্রতি যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পেয়েছেন কঙ্গোর ইরাকের নাদিয়া মুরাদ ও কঙ্গোর ডেনিস মুকওয়েজি।

আজ (৫ অক্টোবর, শুক্রবার) ওসলোতে নরওয়ের নোবেল একাডেমি আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর সেখানেই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

পুরস্কার হিসেবে একটি করে স্বর্ণের মেডেল পাবেন নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজি।

সেই সঙ্গে যৌথভাবে ৯০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন তারা।

ইরাকের নাদিয়া মুরাদের বয়স ২৫ বছর। মালালা ইউসাফজাইয়ের পর তিনিই নোবেল শান্তি পুরস্কারজয়ী দ্বিতীয় সর্বকনিষ্ঠ।

এর আগে ২০১৬ সালে যুগ্মভাবে ইইউ’র মর্যাদাপূর্ণ সাখারভ হিউম্যান রাইটস পুরস্কারজয়ী হন নাদিয়া মুরাদ।

এছাড়াও সে বছরই তিনি ভূষিত হন কাউন্সিল অব ইউরোপের ভ্যাকলাভ হ্যাভেল হিউম্যান রাইটস পুরস্কারে।

কঙ্গোর নাগরিক ৬৩ বছর বয়সী মুকওয়েজি বিশ্বখ্যাত একজন সার্জন। তিনি কঙ্গোর বুকাবুতে অবস্থিত পাঞ্জি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক।

 

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর