শেরপুরে গারো পাহাড়ে হাতির অভয়াশ্রম হচ্ছে: বনমন্ত্রী

সংগৃহীত ছবি

শেরপুরে গারো পাহাড়ে হাতির অভয়াশ্রম হচ্ছে: বনমন্ত্রী

অনলাইন ডেস্ক

দ্রুত সময়ের মধ্যে শেরপুরে হাতির করিডোর চিহ্নিতকরণ এবং হাতির অভয়াশ্রম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। শনিবার (২২ জুলাই ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত ডিসি উদ্যানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এ সময় মন্ত্রী বেশি বেশি গাছ লাগানো, পুকুর ভরাট না করা, প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানান।

জানা যায়, দেশের উত্তরের সীমান্তবর্তী শেরপুর জেলার তিনটি উপজেলায় ভারত সীমান্তের সঙ্গে ৩৫ কিলোমিটার বনাঞ্চল রয়েছে। এই বন অঞ্চলে প্রতিনিয়ত হাতি ও মানুষের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বে প্রতিনিয়ত মারা পড়ছে হাতি। অপরদিকে হাতি ধ্বংস করছে মানুষের ক্ষেতের ফসল, বাড়িঘর এবং মারা পড়ছে মানুষও।

বনাঞ্চলের মানুষের দাবি, দ্রুত হাতির অভয়ারণ্য তৈরি ও করিডোর নির্ধারণ করলে হয়তো কমতে পারে এই দ্বন্দ্ব।

news24bd.tv/আইএএম