শুধু দুই দল পেল সমাবেশের অনুমতি

শুধু দুই দল পেল সমাবেশের অনুমতি

অনলাইন ডেস্ক

রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) শুধুমাত্র আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এজন্য উভয় দলকে ২৩ শর্ত মানতে হবে বলে জানিয়েছে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।

তিনি জানান, ২৩ শর্তে তাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, আশুরার মিছিল ও ভিআইপি চলাচলের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পর পুলিশের পর্যাপ্ত লোকবল না থাকলে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব হবে না।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা আমাদের অফিসারদের সঙ্গে আলোচনা করছি। আসন্ন আশুরার মিছিল ও ভিআইপি চলাচলের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পর যদি বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত লোকবল থাকে, তাহলে তাদের অনুমতি দেওয়া হবে। তা ছাড়া অনুমতি দেওয়া সম্ভব হবে না।

এই রকম আরও টপিক