বিভিন্ন হাসপাতালে ছাড়ের সুবিধা দিচ্ছে লাইফপ্লাস অ্যাপ

সংগৃহীত ছবি

বিভিন্ন হাসপাতালে ছাড়ের সুবিধা দিচ্ছে লাইফপ্লাস অ্যাপ

অনলাইন ডেস্ক

'স্বাস্থ্যসেবা হাতের মুঠোয়’ স্লোগানকে সামনে রেখে গত দুই বছর ধরে মোট ১২ ধরনের জরুরি স্বাস্থ্যসেবা দিচ্ছে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান 'লাইফপ্লাস বাংলাদেশ'।   মঙ্গলবার (৮ আগস্ট) দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে তারা জানায়, দেশসেরা বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় ৪০ শতাংশ ছাড়, ভিডিও কলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ ১২ ধরণের জরুরি স্বাস্থ্য সেবা দিচ্ছে তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফপ্লাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও সাকিফ শামীম। আরো উপস্থিত ছিলেন লাইফ প্লাসের হেড অফ অপারেশন তানহার ইসলাম, টেকনিক্যাল হেড আসিফ-উল-হোসেন , ম্যানেজার এডমিন এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আলিম রহমানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে সাকিফ শামীম বলেন, সেবার মান এবং গ্রাহকদের সন্তুষ্টির ওপর সর্বোচ্চ জোর দিয়ে আসছে লাইফপ্লাস বাংলাদেশ। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জরুরি স্বাস্থ্যসেবা সাশ্রয়ী, সুবিধাজনক ও দ্রুততম সময়ে সর্বাধিক মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষ সহ সর্বস্তরের জনগণকে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা টেলিমেডিসিনের মাধ্যমে পৌঁছে দিতে লাইফপ্লাস প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে এপ্লিকেশনটি প্রায় ৯০ হাজার মানুষ ব্যাবহার করছেন।

ঢাকার শীর্ষস্থানীয় ২০ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ১০০০ বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, দেশসেরা বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নীরিক্ষায় সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়ের সুবিধা, ভিডিওকলে যেকোন প্রান্ত থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, দেশের বাইরে চিকিৎসা সেবা নিতে সহায়তা, ঘরে বসে ঔষধসহ বিভিন্ন লাইফস্টাইল প্রোডাক্ট , হেলথকেয়ার প্যাকেজ , হেলথ কার্ড , ঘরে বসে নার্সিং কেয়ার, ২৪/৭ অ্যাম্বুলেন্সসহ মোট ১২ ধরণের সেবা নিশ্চিত করছে লাইফপ্লাস বাংলাদেশ।
News24bd.tv/AA