কমেছে তিস্তার পানি, এখনো ৬ হাজার পরিবার পানিবন্দি  

সংগৃহীত ছবি

কমেছে তিস্তার পানি, এখনো ৬ হাজার পরিবার পানিবন্দি  

রংপুর প্রতিনিধি 

ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেলেও ব্যারেজ পয়েন্টে পানি কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ পয়েন্টে পানি কমলেও ভাটিতে রংপুরের চারটি উপজেলা ও লালমনিরহাটের পাঁচটি উপজেলায় তিস্তার চরাঞ্চলের অন্তত ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

রোববার (২৭ আগস্ট) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৪৫ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে পানি এখনো বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তার পানিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইচলী, পূর্ব ও পশ্চিম ইচলী, বাগেরহাট, বিনবিনিয়া, কাউনিয়ার চর মধুপুর, বালাপাড়া, পাঠানের চর, পীরগাছার চর ছাওলাসহ ১৪টি চর গ্রামের ও লালমনিরহাটের পাঁচটি উপজেলার ১৭টি চর গ্রামের প্রায় ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষগুলো খেয়ে না খেয়ে দিন পার করছেন। তাদের দাবি তিস্তা নদীতে স্থায়ী বাঁধ দেওয়া হোক।  

তিস্তাসহ উত্তরের সব নদীর পানি আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম।


news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক