বাংলাদেশের মানুষই তাদের ভাগ্য নির্ধারণ করবে : চীনা রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে ইয়াও ওয়েন

বাংলাদেশের মানুষই তাদের ভাগ্য নির্ধারণ করবে : চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

নির্বাচনে বাংলাদেশের মানুষই তাদের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রোববার রবিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জ্ববাবে এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশি সাংবাদিকদের চীন ভ্রমণের আমন্ত্রণ নিয়ে রোববার সন্ধ্যায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও। এসময় তার সাথে ছিলেন একটি প্রতিনিধিদল।

তাদের বরণ করেন নেন সাংবাদিকেরা।

পরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এসময় তিনি জানান, বাংলাদেশের মানুষদের আইসিটি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগও নিতে আগ্রহী চীন। নির্বাচনে বাংলাদেশিরা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বাংলাদেশ প্রতিদিনের এডিটর নঈম নিজাম, কালের কণ্ঠের চিফ এডিটর ইমদাদুল হক মিলন, নিউজ টোয়েন্টিফোরের এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, ডেইলি সানের এডিটর ইন চিফ এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের এডিটর শাহেদ মোহাম্মদ আলী, বাংলা নিউজ টোয়েন্টিফোরের এডিটর জুয়েল মাজহারসহ চীনা অ্যাম্বাসি, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস।

পরে নিউজ টোয়েন্টিফোরের প্রধান অফিসও পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত। এসময় নিউজ টোয়েন্টিফোরের সংবাদকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রদূত।