সবার ওপরে কোহলি-শামি, তবুও স্বপ্নভঙ্গ ভারতের

সংগৃহীত ছবি

সবার ওপরে কোহলি-শামি, তবুও স্বপ্নভঙ্গ ভারতের

অনলাইন ডেস্ক

ঘরের মাটিতে বিশ্বকাপ ফাইনাল হেরে গেছে ভারত। ১২ বছর পর বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েও অস্ট্রেলিয়ার কাছে বড় হারে ক্ষতবিক্ষত ভারতীয় শিবির। তাদের সেই দুঃখ নিঃসন্দেহে আরও বাড়াবে পরিসংখ্যান।

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দিয়ে পর্দা নেমেছে এবারের ওয়ানডে বিশ্বকাপের।

ফাইনাল শেষে দেখা গেছে, ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই সেরা দুই ভারতীয়। ব্যাট হাতে দুর্দান্ত একটি আসর কাটানো বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। অন্যদিকে, প্রথম চার ম্যাচ বেঞ্চে বসে থাকা মোহাম্মদ শামি হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।

বিশ্বকাপে ব্যাট হাতে ১১ ম্যাচের ১১ ইনিংসে ৩ সেঞ্চুরি আর ৬ ফিফটিতে কোহলি রান ৭৬৫।

গড় ৯৫.৬২! অন্যদিকে, বল হাতে শামি মাত্র ৭ ম্যাচ খেলেই নিয়েছেন ২৪ উইকেট। গড় অসাধারণ, ১০.৭১!

কোহলি-শামির এমন পারফরম্যান্সের পরেও ফাইনালে ভারত যেখানে ছিল নির্বিষ, সেখানে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ পাঁচ সংগ্রাহকে নেই কেউ। ছয়ে আছেন ডেভিড ওয়ার্নার, ফাইনালে যিনি মাত্র ৭ রান করে ওই মোহাম্মদ শামির বলেই বিদায় নেন। তবে বোলিংয়ে টুর্নামেন্টজুড়েই অনবদ্য ছিলেন অ্যাডাম জাম্পা। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেন তিনি।  

সর্বোচ্চ পাঁচ রানসংগ্রাহক 
বিরাট কোহলি (ভারত)  ম্যাচ: ১১  রান: ৭৬৫
রোহিত শর্মা (ভারত)  ম্যাচ: ১১  রান: ৫৯৭ 
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)  ম্যাচ: ১০  রান: ৫৯৪ 
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) ম্যাচ: ১০  রান: ৫৭৮ 
ডেরল মিচেল (নিউজিল্যান্ড)  ম্যাচ: ১০  রান: ৫৫২ 

সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারি 
মোহাম্মদ শামি (ভারত)  ম্যাচ: ৭  উইকেট: ২৪ 
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)  ম্যাচ: ১১  উইকেট: ২৩ 
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা) ম্যাচ: 9  উইকেট: ২১
জাসপ্রীত বুমরাহ (ভারত) ম্যাচ: ১১  উইকেট: ২০ 
জেরাল্ড কোয়েৎযে (দক্ষিন আফ্রিকা) ম্যাচ: ৮   উইকেট: ২০

news24bd.tv/SHS