মেঘনা সিমেন্টের লভ্যাংশ অনুমোদন

প্রতীকী ছবি

মেঘনা সিমেন্টের লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। বুধবার রাজধানীর বসুন্ধরায় কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা লভ্যাংশ অনুমোদন করেন।

এর আগে গত গত ৭ নভেম্বর সর্বশেষ হিসাববছরের (৩০ জুন ২০২৩) জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে মেঘনা সিমেন্ট।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, এ আর রশিদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নুরুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা নূরে আলম সিদ্দিকি ও কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান।

এছাড়াও শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি সাধারণ সভায় অংশ নেন।

প্রসঙ্গত, সর্বশেষ হিসাববছরে মেঘনা সিমেন্টের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। হিসাববছর শেষে কোম্পানিটির সম্পদমূল্য ১১১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৭ কোটি টাকায়।