শাকিরার ভাস্কর্য উদ্বোধন করলো কলম্বিয়া

সংগৃহীত ছবি

শাকিরার ভাস্কর্য উদ্বোধন করলো কলম্বিয়া

অনলাইন ডেস্ক

'ওয়াকা ওয়াকা' গানের তালে মাতেননি এমন হয়তো খুব কম লোককেই পাওয়া যাবে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপের ঊনিশতম আসর মাতিয়েছিলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। গানটির জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সাকিরা।

এবার গ্র্যামিজয়ী শাকিরার সম্মানে তার নিজ শহর ব্যারানকুইলায় ব্রোঞ্জের একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

২১ ফুট উচ্চতার এই ভাস্কর্যটির উদ্বোধনের সময় শাকিরা স্বয়ং উপস্থিত না থাকলেও তার মা-বাবা এ সময় উপস্থিত ছিলেন।

যদিও পরবর্তীতে শাকিরা একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'আমার ভাস্কর্য স্থাপন করায় সম্মানিতবোধ করছি'।

ভাস্কর্যটিতে শাকিরার 'হিপস ডোন্ট লাই' শিরোনামের একটি গানের নাচের ভঙ্গিমা ফুটিয়ে তোলা হয়েছে। ভাস্কর্যটির নির্মাতা শিল্পী ইয়িনো মার্কেজ।

 
সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ভাস্কর্যটির উন্মোচন অনুষ্ঠানে শহরটির মেয়র জেইমি পুমারেজো উপস্থিত ছিলেন। তিনি জানান, শাকিরার সাফল্য আরও লাখ লাখ মেয়েদের সাফল্য অর্জনে উৎসাহিত করবে।

উল্লেখ্য, ২০২৩ সালে তিনটি লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন পপতারকা শাকিরা। ফুটবল ক্লাস বার্সেলোনার সাবেক মিডফিল্ডার এবং স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড় জেরার্ড পিকের সাথে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টানেন ২০২২ সালের জুন মাসে। মূলত পিকের বিরুদ্ধে পরকীয়ার গুঞ্জন উঠেছিলো যা পরবর্তীতে তাদের সংসারে ভাঙন ধরায়।

বর্তমানে শাকিরা মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস করছেন।

news24bd.tv/SC