নিম্ন আয়ের প্রবাসীদের আয়ের ওপর প্রণোদনা: এম এ মান্নান

সংগৃহীত ছবি

নিম্ন আয়ের প্রবাসীদের আয়ের ওপর প্রণোদনা: এম এ মান্নান

অনলাইন ডেস্ক

নিম্ন আয়ের প্রবাসীদের তালিকা করে তাদের আয়ের উপর ১০ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর এক হোটেলে স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার অব এনআরবি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবসে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিনে এ কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

এসময় যেসব এলাকায় প্রবাসীরা বেশি থাকেন, যেমন সিলেটের বিভিন্ন এলাকায় বিভিন্ন সরকারি সেবার আওতায় আনার জন্য শাখা অফিস খোলা যাতে পারে বলেও প্রস্তাব দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

রেমিটেন্সের পরিমান বাড়াতে সুযোগ সুবিধা বর্ধিতের তাগিদ দেন অনুষ্ঠানে আগত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে ৬ জন প্রবাসীদের সন্তানকে আর্থিক সহয়তাও প্রদান করা হয়।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক