শাহজাহান ওমর প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা

শাহজাহান ওমর প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীদের দল ছেড়ে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।

শুক্রবার দলের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণার জন্য আয়োজিত বরিশালের জনসভায় তিনি এসব কথা বলেন।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান (বর্তমানে বহিষ্কৃত) শাহজাহান ওমর বীর উত্তম।

আরও পড়ুন: বিএনপি সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার অধিকার নেই : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে নিজেদের ভাগ্য গড়েছিল বিএনপি-জামায়াত।

দেশের মানুষ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর শুধু যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে তা নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল, স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করেছিল। শুধু তাই নয়, জয় বাংলা স্লোগান, ৭ মার্চের ভাষণ এমনকি জাতির পিতার ছবিও নিষিদ্ধ করেছিল।

আরও পড়ুন: বাইসাইকেল চালিয়ে নৌকায় ভোট চাইলেন ফেরদৌস

এর আগে, দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী বরিশালে পৌঁছে সার্কিট হাউসে যান।

সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ৫ মিনিটে জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন।

news24bd.tv/কেআই