গোটা বিশ্ব ২২ জানুয়ারির জন্য মুখিয়ে আছে: নরেন্দ্র মোদী

রাম মন্দির প্রসঙ্গে নরেন্দ্র মোদী

গোটা বিশ্ব ২২ জানুয়ারির জন্য মুখিয়ে আছে: নরেন্দ্র মোদী

অনলাইন ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, '২২ জানুয়ারির জন্য গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। '

শনিবার (৩০ ডিসেম্বর) অযোধ্যায় ১৫ হাজার ৭০০ রূপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধনকালে এক জনসভায় বক্তব্য দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নেতা ও টানা দুইবার ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, '২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন দেখতে বিশ্ববাসী এখন ভারতের দিকে তাকিয়ে আছে। কারণ আমাদের সরকার জানে কিভাবে নিজেদের সমৃদ্ধ ইতিহাসকে সংরক্ষণ করতে হয়।

এরই অংশ হিসাবে আমরা পবিত্র এই অযোধ্যা শহরের সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ। '

উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বিতর্কিত বাবরি মসজিদের স্থানে ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করার কথা রয়েছে।

এ উপলক্ষে ১৬ জানুয়ারি থেকে ৬ দিনব্যাপী উৎসবের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি মুনির নামে অযোধ্যায় একটি বিমানবন্দর উদ্বোধন করেছেন মোদী।

এছাড়াও অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনসহ আরও ৬ টি বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনেরও উদ্বোধন করেন তিনি।

news24bd.tv/SC