ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা, আটক ৩

ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের তিনটি ও মোহাম্মদপুরে একটি ট্রাফিক পুলিশ বক্স হামলা করেছে অটোরিকশা চালকরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এছাড়া এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার পুলিশ জানিয়েছে,  পুলিশ বক্সে ৩ ধাপে হামলা চালায় অটোরিকশা চালকরা। হামলার সময়ে দা, রামদা, রডসহ প্রায় ৪শ লোক ছিল। পুলিশ সংখ্যায় কম থাকায় হামলাকারীদের প্রতিহত করতে পারেনি৷ এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি।

কি নিয়ে এমন পরিস্থিতি তা এখনো বলতে পারছে না পুলিশ। তদন্ত করে জানানো হবে।  

এই বিষয়ে ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আবু তালেব সন্ধ্যায় নিউজ টোয়েন্টিফোরকে বলেন, আমি এখনো ঘটনাস্থলেই আছি। ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনায় এই পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করেছে। এই ঘটনার আসল রহস্য বের করার জন্য পুলিশ কাজ করছে। এই বিষয়ে মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ার তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করেছে। এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। আর ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে।

news24bd.tv/aa