ইসরায়েলকে যে ৬ নির্দেশ আইসিজের

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের নির্দেশ আন্তর্জাতিক বিচার আদালতের। ছবিঃ সংগৃহীত

ইসরায়েলকে যে ৬ নির্দেশ আইসিজের

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালত শুক্রবার (২৬ জানুয়ারি) ছয়টি নির্দেশনা দিয়েছে।

আইসিজের ৬ নির্দেশনা

১। গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নিজেদের ক্ষমতার মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২। ইসরায়েলি বাহিনী যেন গাজায় গণহত্যা না চালায় সেটা ইসরায়েলকে নিশ্চিত করতে হবে।

৩। গাজা উপত্যকায় গণহত্যার প্রত্যক্ষ উসকানি প্রতিরোধ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে ইসরায়েলকে ব্যবস্থা নিতে হবে।

৪। গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

৫। গণহত্যার যে অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে তার সব প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

৬। আদালতের আদেশ দেওয়ার পর কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানিয়ে এক মাসের মধ্যে ইসরায়েলকে প্রতিবেদন জমা দিতে হবে।

গত ডিসেম্বরে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। এ মামলার ওপর চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুদিনের শুনানি হয়। আন্তর্জাতিক আদালতের এই রায়ে খুশি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর হতাশ হয়েছে ইসরায়েল। কারণ দক্ষিণ আফ্রিকার যুক্তি মেনে নিয়েছে আদালত। তবে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির যে আদেশ দিতে বলেছিল আদালতকে, তা দেয়া হয়নি। এটা তাদের জন্য পুরোপুরি জয় আনেনি।

news24bd.tv/DHL