আরও পাঁচ মামলায় গ্রেপ্তার জহির উদ্দিন স্বপন

আদালত চত্বরে জহির উদ্দিন স্বপন--ফাইল ছবি

আরও পাঁচ মামলায় গ্রেপ্তার জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক

পল্টন ও রমনা মডেল থানার পৃথক পাঁচ মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে গ্রেফতার দেখান। দুপুরে এ মামলাগুলোতে জামিন শুনানি হবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখান।

হয়। এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার তিন মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার দুই মামলায় গ্রেপ্তার দেখান।

আরও পড়ুন :মৃত্যুদণ্ডের বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

গত বছরের ২ নভেম্বর দিবাগত রাত গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ৩ নভেম্বর স্বপনের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

এরপর গত ৯ নভেম্বর তার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে স্বপন কারাগারে রয়েছেন।

news24bd.tv/ডিডি