পোশাক শ্রমিক হত্যার বিষয়ে জানতে চাইলেন মার্কিন প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ- সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার, ছবি সংগৃহীত

পোশাক শ্রমিক হত্যার বিষয়ে জানতে চাইলেন মার্কিন প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক

সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারসহ প্রতিনিধি দলের সাথে পোশাক শ্রমিক নেতা ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন প্রতিনিধি দল।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোশাক শ্রমিক নেতা কল্পনা আক্তার জানান, বাংলাদেশে শ্রম আইন ও শ্রমিকদের অধিকার নিয়ে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে।

এছাড়া দুই দেশের ট্রেড ইউনিয়নের কার্যক্রম, শ্রমিকদের অবস্থার উন্নয়নে করণীয় বিষয়ে পরামর্শ চেয়েছে।

কল্পনা জানান, সম্প্রতি গাজীপুরে নিহত পোশাক শ্রমিক শহিদুল ইসলামের শহিদের হত্যাকাণ্ডের তদন্তসহ সার্বিক বিষয়ে জানতে চেয়েছে প্রতিনিধি দল।

news24bd.tv/FA