গুরুত্বপূর্ণ তিনটি দলের সঙ্গে আজ মার্কিন প্রতিনিধিদের বৈঠক

সংগৃহীত ছবি

গুরুত্বপূর্ণ তিনটি দলের সঙ্গে আজ মার্কিন প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

তিনটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আজ সোমবার (৯ অক্টোবর) বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী মূল্যায়ন প্রতিনিধি দল। কার্যসূচির দ্বিতীয় দিনে আরও কিছু বৈঠক করার কথা রয়েছে তাদের।

আজ সকাল ১০টা নাগাদ বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয়ে যাবে মার্কিন প্রতিনিধি দলটি। ১১টার দিকে বনানীর একটি হোটেলে বৈঠক করবে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে।

আর বেলা তিনটায় তাদের সঙ্গে বৈঠক হবে জাতীয় পার্টির।  

গত শনিবার (৭ অক্টোবর) ঢাকায় এসে রোববার থেকেই কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের যৌথ মিশনটি। প্রথম দিন মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নেওয়া পদক্ষেপ তাদের কাছে তুলে ধরে ঢাকা।

সন্ধ্যায় তারা বৈঠক করে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদকের সঙ্গে।  

১২ অক্টোবর পর্যন্ত কার্যসূচি চালিয়ে ওই দিনই ঢাকা ছাড়বেন তারা। এ দলের মূল্যায়ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র।

news24bd.tv/আইএএম