শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ খান

শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ খান

অনলাইন ডেস্ক

ঢালিউড অভিনেতা জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 'সাধারণ সম্পাদক' পদ নিয়ে কাঠগড়ায় পর্যন্ত যেতে হয়েছে এই অভিনেতাকে। পূর্বে তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও এবার শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দাওয়াত পাননি তিনি। এ নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন অভিনেতা।

ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে জায়েদ খান বলেন, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি।

বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় বর্তমান কমিটির। ’

আরও পড়ুন: শেষ পর্যন্ত একা থাকতে পারলেন না অনুপম

তিনি বলেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি। ’

news24bd.tv/TR