ওবায়দুল কাদের স্মৃতিভংশ রোগে ভুগছেন: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী।

ওবায়দুল কাদের স্মৃতিভংশ রোগে ভুগছেন: রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেতুমন্ত্রী ওবায়দুর কাদের সাহেব ডিমেনশিয়া নয় এমেনশিয়া অর্থ্যাৎ স্মৃতিভংশ রোগে ভুগছেন।

রোববার (০৩ মার্চ) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।  

রুহুল কবির রিজভী বলেন, আমরা প্রতিদিন যা বলি ওই কথাগুলোই তারা ঘুরেফিরে বলছেন। তাদের নতুন ভাষা বা বাক্য তৈরির ক্ষমতা চলে গেছে।

সেই প্রতিভা তারা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, বিএনপির বক্তব্য ঘুরেফিরে দিচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের প্রভুদের দ্বারে দ্বারে নয়, পদ তলে মোসাহেবি করছে। ডাহা-বানোয়াট কথা বলে যাচ্ছেন পিএম।

সরকার বিদ্যুৎ দিতে পারছে না, জনগণ লোডশেডিং এর চাপে অতিষ্ঠ। এখন বাসা ভাড়া থেকে বিদ্যুৎ বিল বেশি আসে।

তিনি আরও বলেন, তলে তলে বিপদ আঁচ করতে পারছে বলে সরকারের মন্ত্রীরা নানা প্রপাগান্ডা চালাচ্ছে।

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং বালাদেশ সফর করেন। নির্বাচনের সময় এই সফর ছিল একটি দেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের সামিল।

news24bd.tv/DHL