আরও ব্রিটিশ জাহাজ ডোবানো হবে বলে হুমকি দিলো হুতিরা

হুতিদের আক্রমণের মুখে ডুবে যায় ব্রিটিশ জাহাজ

আরও ব্রিটিশ জাহাজ ডোবানো হবে বলে হুমকি দিলো হুতিরা

অনলাইন ডেস্ক

ইয়েমের সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্রিটিশ জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজগুলোতে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে তারা। এর আগে হুতিদের আক্রমণ করা জাহাজ ‘রুবিমার’ সমুদ্রে তলিয়ে যায়। গত ১৮ ফেব্রুয়ারি হুথির হামলার পর পরিত্যাগকৃত জাহাজটি দক্ষিণ লোহিত সাগরে ভাসমান অবস্থায় ছিল।

বাব এল-মান্দেব প্রণালী দিয়ে দাহ্য সার নিয়ে যাওয়ার সময় বেলিজের পতাকাবাহী জাহাজটি হুথির হামলার স্বীকার হয়।

হামলার পর জাহাজের নাবিকেরা নিরাপদে সরে যান। জাহাজটিতে অ্যামোনিয়াম নাইট্রেট সার পরিবহন করছিল বলে মনে করা হয়। মালিক প্রতিষ্ঠানটি বলছে, জাহাজটি জিবুতির কাছে নেওয়া হচ্ছে, তবে এটি ডুবে যেতে পারে। এতে কেউ ছিল কি না, তা জানাতে পারেনি প্রতিষ্ঠানটি।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড থেকে জানানো হয়েছে, জাহাজটি ৪১ হাজার টনেরও বেশি সার পরিবহন করছিল।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগর দিয়ে চলাচলরত জাহাজে হামলা চালিয়ে আসা হুথি রুবিমারে হামলার দায় স্বীকার করেছিল। গত নভেম্বর থেকে শুরু হওয়া হুথির হামলার পর এই প্রথম কোনো জাহাজ আঘাতপ্রাপ্ত হয়ে লোহিত সাগরে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক