দিন-রাতের তাপমাত্রা নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

দিন-রাতের তাপমাত্রা নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে বসন্তের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা অনুভূত হলেও দিনে গরম পড়ছে। বৃষ্টির শঙ্কা না থাকায় ধীরে ধীরে দিনের তাপমাত্রাও বাড়ছে। এর মধ্যেই তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৭ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৭ ডিগ্রি ও ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানায়, প্রথম দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

দ্বিতীয় দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিনে আকাশের অবস্থা একই থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক