তারাবি নামাজের কাজা পড়ার বিধান 

ফাইল ছবি

তারাবি নামাজের কাজা পড়ার বিধান 

মুফতী শিহাবুদ্দিন ইবনে ফরিদ

ফরজ রোজা পালনের জন্য যেসব সুন্নতের ওপর গুরুত্ব দিয়ে আমল করতে হয় তার একটি তারাবি নামাজ। তারাবি নামাজের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে।

তারাবি নামাজ সুন্নত। ফরজ নয়।

তারাবি নামাযের কোন কাজা নেই। তাই পরবর্তীতে কাজা করার কোন সুযোগ নেই। পড়লে তা নফল হবে। তারাবি নামাজের কাজা হবে না।

প্রতিষ্ঠাতা পরিচালক তা'লীমুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা ঢাকা- ১২১২, ইমাম প্রেস ইউনিট মসজিদ ঢাকা, বসুন্ধরা।

news24bd.tv/TR 
 

এই রকম আরও টপিক