গাজার সমুদ্র উপকূলে প্লট বুকিং দিচ্ছে ইসরায়েলিরা

সংগৃহীত ছবি

গাজার সমুদ্র উপকূলে প্লট বুকিং দিচ্ছে ইসরায়েলিরা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিন অধিকৃত গাজার সমুদ্র তীরের আশপাশে প্লট বুকিং দিচ্ছে ইসরায়েলের লোকজন। অবরুদ্ধ এ উপত্যকায় জমি কিনতে চায় এমন পাঁচশোর বেশি তালিকা রয়েছে স্থানীয় গণমাধ্যমের কাছে।

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে ড্যানিয়েলা ওয়েইসিস (৭৮) নামের ইসরায়েলি এক নারী জানান সেখানে বসতি স্থাপন করতে যাওয়া ৫০০ ব্যক্তির তালিকা তার কাছে আছে।

ড্যানিয়েলা আরও জানান, তেল আবিবে বসবাস করা তার অনেক বন্ধুও নাকি গাজার সমুদ্র তীরে প্লট কিনতে আগ্রহী।

তার মতে এই উপকূলীয় এলাকা সুন্দর। এর সোনালি বালু মনোমুগ্ধকর।

উল্লেখ্য, ২০০৫ সালে ইসরায়েল গাজায় একতরফাভাবে বসতি স্থাপনকারীদের সরে যেতে নির্দেশ দেয়। তখন ২১টি বসতি ভেঙে ফেলা হয়েছিল এবং বসতির প্রায় ৯ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছিলেন ইসরায়েলি সেনারা।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন ৩২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহদের সংখ্যাও লাখ ছোঁয়ার পথে। এদিকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন অবরুদ্ধ উপত্যকাটির ২০ লাখের মতো বাসিন্দা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক