ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হলে দুর্নীতি ও হয়রানি কমবে: ভূমি মন্ত্রী

ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হলে দুর্নীতি ও হয়রানি কমবে: ভূমি মন্ত্রী

অনলাইন ডেস্ক

ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল হলে দুর্নীতি ও হয়রানি অনেক কমবে বলে মনে করছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খুলনা জেলা সাংবাদিক সমিতির মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ই নামজারি ও ই রেজিস্ট্রেশন ঘরে বসেই করা যাবে। তখন অফিসে আর ঘুরতে হবে না।

সারাদেশে ডিজিটাল ভূমি জরিপ সম্পন্ন হলে, জমি নিয়ে সমস্যা অনেক কমে আসবে বলেও মনে করেন মন্ত্রী।

এর আগে গত ২ এপ্রিল নারায়ণ চন্দ্র চন্দ ভূমি সংস্কার বোর্ডের সভায় বলেন, এই বোর্ডের সক্ষমতা বৃদ্ধি করা হবে। স্মার্ট ভূমিসেবা কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হলে মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থাসমূহ স্মার্ট ভূমিসেবার দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবে এবং ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রক ভূমিকা পালন করবে। ’

তিনি বলেন, ‘অবৈধ দখলে থাকা খাস ও সরকারি জমি চিহ্নিত করতে হবে।

যেসব জলমহাল ভরাট ও বেদখল হয়েছে তাও চিহ্নিত করতে হবে এবং পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ’

news24bd.tv/DHL