‘খোদার কসম, দেশ শ্মশানে পরিণত হবে’

হুমকি দিয়ে লেখা চিঠি

‘খোদার কসম, দেশ শ্মশানে পরিণত হবে’

খুলনা প্রতিনিধি

খুলনা জেলাপ্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেনকে ডাকযোগে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। সোমবার ওই চিঠিটি জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছায়। চিঠি দিয়ে হুমকির বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রশাসক।

জানা যায়, চিঠিতে প্রেরক হিসেবে কোনো ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ নেই।

চিঠিটি হাতে লেখা হয়েছে। হুমকি দিয়ে পাঠানো ওই চিঠির প্রথম অংশে লেখা রয়েছে, ‘যদি দেশকে বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান তাহলে কোনোরূপ চালাকি বা পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। আর এর যদি কোনো ব্যতিক্রম হয় বা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেন, খোদার কসম করে বলছি দেশ শ্মশানে পরিণত হবে। আপনারা কেউ বাঁচাতে পারবেন না।

চিঠির দ্বিতীয় অংশে লেখা রয়েছে, ‘প্রশাসক সাহেব আপনারও ছেলে মেয়ে আছে, তাদের কথা ভাবুন। স্বজন হারার জ্বালা যে কত নির্মম, কত ভয়াবহ তা ৩০ ডিসেম্বরের পর হাড়ে হাড়ে টের পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের বুঝবার শক্তি দেন। দেশ থাকবে আপনি থাকবেন না, আমিও থাকব না, তাহলে কেন পরবর্তী প্রজন্মের গ্লানি নিয়ে বেঁচে থাকবেন। ’

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশকে মৌখিতভাবে জানানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)
 

সম্পর্কিত খবর