যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমীর খসরু 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমীর খসরু 

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সস্ত্রীক ‍যুক্তরাষ্ট্র রওনা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জানা যায়, রাত ৮টায় এমিরেট্‌স এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

বনানীর বাসায় পরিবারের সদস্যরা জানান, কারাভোগের সময়ে শারীরিক নানা জটিলতায় ভোগেছেন। সেজন্য চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্র গেছেন।

তার সাথে স্ত্রী তাহেরা আলম ও মেয়ে তাহমিনা চৌধুরী রয়েছেন।

২৮ অক্টোবরে নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পন্ড করার পরে গত ৩ নভেম্বর আমীর খসরুকে গোয়েন্দা পুলিশ গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তিন মাস কারাভোগ শেষে গত ১৫ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও মুক্তি হয়।

news24bd.tv/DHL