নারায়ণগঞ্জে সড়ক পরিবহন বন্ধ, হরতালের আবহ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে সড়ক পরিবহন বন্ধ, হরতালের আবহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নারায়ণগঞ্জে প্রায় সব ধরনের সড়ক পরিবহন বন্ধ রয়েছে। এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন শিডিউলেও বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার সকাল থেকেই নারায়ণগঞ্জে এমন দৃশ্য দেখা যায়।  

নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ফাঁকা থাকায় কার্যত হরতালের আবহ তৈরি হয়েছে।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেখতে পাচ্ছি বাস চলছে না। তবে এর কারণ আমার জানা নেই। হয়তো কিছুক্ষণ পর থেকে চলতে পারে।

এদিকে বিএনপির অভিযোগ- তাদের সমাবেশ বানচাল করতেই সরকার বাস মালিকদের চাপ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেন, সমাবেশে যাতে যোগ দিতে না পারে এ জন্য নারায়ণগঞ্জে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকেও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গণপরিবহন বন্ধ থাকলে প্রয়োজনে পায়ে হেঁটে নারায়ণগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাব। আমার সঙ্গে ১০ হাজার নেতাকর্মী যাবেন।

মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপির সমাবেশ পণ্ড করার জন্য সরকার গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাস বন্ধ করে দিয়ে সমাবেশে জনসমাগম রোধ করা যাবে না।

সম্পর্কিত খবর