নানা কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে আজ নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।  

জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, জন্মদিনের কেক কাটা, শিশু পরিবার-এতিমখানা-জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কুতিক অনুষ্ঠান ও গীতি নাট্য পরিবেশনসহ আরো নানা আয়োজন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা এসব কর্মসূচীতে অংশ নেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর