ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান

ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বগ্রহণ করেন কাজী মনিরুজ্জামান। ছবি- সংগৃহীত

ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে নতুন এসপি নিয়োগ করেছে প্রশাসন।

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান। রোববার রাতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত এ কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৩ মে) মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় বিকেলে এস এম জাহাঙ্গীর আলম সরকারকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার করা হলে কাজী মনিরুজ্জামান তার স্থলাভিষিক্ত হন। কাজী মনিরুজ্জামান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর