ট্রেনের আগাম টিকিট ২২ মে থেকে

ট্রেনের টিকিট

ট্রেনের আগাম টিকিট ২২ মে থেকে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে (বুধবার) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ২৬ মে পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে।  এছাড়া স্টেশনে দীর্ঘ লাইন, রাতভর অপেক্ষা ও ভোগান্তি এড়াতে এবছর প্রথমবারের মতো পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে।

একেক অঞ্চলের ট্রেনের টিকিট রাজধানীর একেক স্থানে পাওয়া যাবে।

সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান রেল সচিব মোফাজ্জেল হোসেন।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

এবার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট কালোবাজারি রোধে জাতীয় পরিচয়পত্র দেখানোর পরই টিকিট দেওয়া হবে।

শিডিউল ঠিক রাখতে ঈদের তিন দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য মালবাহী ট্রেন চলবে না। ঈদের দিন বিশেষ ব্যবস্থায় কয়েকটি মেইল ট্রেন চালানো হবে, তবে কোনো আন্তঃনগর নয়।

সচিব আরও জানান, এই ঈদে ছয়টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এগুলো ২ থেকে ৪ জুন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া হবে এবং ঈদের পরে ৬ থেকে ১২ জুন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর