ফেনীর দাগনভূঞায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলোচন্ডিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে নাফিজ (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই। নিহতের জেঠা জামাল উদ্দিন বলেন, দুপুরে গোসল করার উদ্দেশে তারা বাড়ির পুকুরে নামে। ওই সময় জুমার নামাজের জন্য সবাই মসজিদে চলে যায়। নামাজ শেষে বাড়িতে ফিরে তাদের কোথাও না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে পানি থেকে তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সুনন্দা সেন বলেন, হাসপাতালে আনার...
সবার অগোচরে পুকুরে নেমেছিল ২ চাচাতো ভাই, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল আমিন (২৭) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংডং ছগির শাহকাটা এলাকার বাসিন্দা। মামলার অভিযোগে বলা হয়- প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভিকটিমকে অপহরণ করে ধর্ষণ করে সে। ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। র্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় আদালতের ওয়ারেন্ট অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।...
বাগেরহাটে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ১৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুল হালিম হাওলাদার (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে সদরের কাঠাল এলাকার একটি ভ্যানে ড্রামে রাখা এসব ফেনসিডিল উদ্ধার করে। শুক্রবার দুপুরে ভ্যান ও ফেনসিডিলসহ মাদক কারবারিকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে বাগেরহাট সদরের কাঠাল এলাকায় একজন মাদক কারবারি ভ্যানে বসে ফেনসিডিল বিক্রি করছে এমন খবর আসে র্যাবের কাছে। খবর পেয়ে র্যাব সদস্যরা দ্রæত অভিযানে নেমে ভ্যানের উপর একটি ড্রাম দেখতে পায়। এসময়ে মাদক কারবারি দ্রুত ড্রাম নিয়ে পালাতে চেষ্টা করলে তাকে আটক করা হয়। ড্রামের মধ্য থেকে উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেনসিডিল। News24d.tv/তৌহিদ
এবার ব্যক্তিগত আয়নাঘর থেকে মুক্ত হলেন নারী-পুরুষ
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি ব্যক্তিগত আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। যেখানে ৫ মাস বন্দি থাকার পর নিজেদের চেষ্টা মুক্ত হয়েছেন প্রায় ৫০ বছর বয়সী এক নারী ও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। অভিযোগে উঠেছে, এখানে সাধারণ মানুষকে বন্দি করে চাঁদা আদায়, ও জমি লিখে নেওয়াসহ নানা অপকর্ম পরিচালনা করা হতো। এই ঘরের সন্ধান পাওয়ার পর থেকে শতশত মানুষ সেটি দেখার জন্য ভিড় করছেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার জড়িত প্রধান ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে আব্দুল জুব্বার (৭৫) ও লক্ষ্মী বিষ্ণু প্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী শিল্পী বেগম (৪৮)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর