জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীর খাতায় উল্লেখ্য করতে হবে। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর এনসিপি। আখতার হোসেন বলেন, যেই আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের ওপর বারংবার গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি এদেশে চলতে পারে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আগের কোনো তত্ত্বাবধায়ক সরকারের মত নয়। আপনারা জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আইনি বাঁধা কোথায়? তিনি বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই বাংলায় আর আওয়ামী লীগের কোনো...
আ.লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার
নিজস্ব প্রতিবেদক
সমাবেশ মঞ্চে নামাজ আদায় করলেন এনসিপি নেতারা
অনলাইন ডেস্ক

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুক্রবার (২ মে) বিকেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ব্যতিক্রমী এই কর্মসূচিতে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ধর্মীয় অনুশীলনও দেখা গেছেসমাবেশ মঞ্চেই আসরের নামাজ আদায় করেন দলটির নেতারা। নামাজে ইমামতি করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বিকেল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে রাজধানী ঢাকা ও এর বাইরের বিভিন্ন জেলা থেকে মিছিল সহকারে যোগ দেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশস্থলে প্লাকার্ড ও পোস্টার হাতে প্রতিবাদ জানান তারা। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...
তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি: দুলু
বগুড়া প্রতিনিধি

বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশাল জনগোষ্ঠীর বাইরেও বিশাল জনগোষ্ঠী রয়েছে, যারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ চায়। তাদের ভাবনা, মতামত ও পরামর্শ আমরা জানতে চাই এবং তা কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চাই। তিনি বলেন, বাংলাদেশকে তারুণ্যদীপ্ত একটি দেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুণদের প্রস্তাবনা, বক্তব্য ও ভাবনাগুলোকেও গুরুত্ব দিতে হবে। শুক্রবার বিকেলে বগুড়ায় বিএনপির বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৩ মে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ক সমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভা শহরের করতোয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত...
নিপীড়িতরা আজও বিচার পায়নি, অথচ আ. লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে: তাসনিম জারা
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে যারা আহত ও পঙ্গু হয়েছেন, তারা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, কিন্তু এসব ঘটনার বিচার হয়নি। শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগের হাতে নিপীড়িতরা আজও বিচার পায়নি। তাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে। এটা জাতির সঙ্গে সরাসরি উপহাস। তাসনিম জারা বলেন, আমরা আজ সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যে দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছেকোনো কন্যা জানে না, তার পিতা এখনো বেঁচে আছেন না মারা গেছেন। রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই-আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর